শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
মুক্তিযোদ্ধার আবেদন

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান চাই না

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ের এসিল্যান্ড মতিউর রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে অসম্মান করার অভিযোগ এনে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না জানাতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এক মুক্তিযোদ্ধা। অভিযোগকারী মঞ্জিল মিয়ার বাড়ি বানিয়াচং উপজেলা সদরের সাগর দিঘীর দক্ষিণপাড় গ্রামে। গতকাল তিনি এ আবেদন করেন। জানা যায়, গত ১১ নভেম্বর স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড। তখন জনতা ভিড় করলে এসিল্যান্ডের নির্দেশে পুলিশ তাদের সরাতে চেষ্টা করেন। এ সময় বাকবিতন্ডা হয় এবং পুলিশ মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়ার ছেলে মোর্শেদুর রহমানসহ দুইজনকে আটক করেন। মঞ্জিল মিয়া ঘটনাস্থলে গিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ছেলেসহ আটকদের ক্ষমা করে দিতে এসিল্যান্ডের কাছে অনুরোধ করেন। এসিল্যান্ড তাদের না ছেড়ে উল্টো জেলহাজতে পাঠান। এসিল্যান্ড মতিউর রহমান জানান, আটকরা রাষ্ট্রীয় কাজে বাধাসহ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। তাদের আরো বেশি সাজা হতো। মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে গিয়ে মাত্র ১৫ দিনের কারাদ- দিয়েছি।

সর্বশেষ খবর