শিরোনাম
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হেলে পড়েছে শহীদের স্মৃতিতে তৈরি তোরণ

সৈয়দ নোমান, ময়মনসিংহ

হেলে পড়েছে শহীদের স্মৃতিতে তৈরি তোরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরে নির্মিত শহীদ আব্দুল বেপারীর নামে নির্মিত তোরণটি হেলে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯৭২ সালে নির্মিত এই তোরণটির দায়িত্বভার ও সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব নগর সরকার গঠনের দিন ১৭ এপ্রিল দুপুরে পাক হানাদার বাহিনী  জনবহুল গফরগাঁও বাজারে বিমান হামলা করে। এ সময় ১৯ জনের প্রাণহানি ঘটে। মুজিব নগর দিবস উপলক্ষ্যে স্থানীয় একজন বিশিষ্ট ব্যবসায়ী তার তিনতলা ভবনের ছাদে বাংলাদেশের মানচিত্রসম্বলিত স্বাধীন বাংলার পতাকা টানায়। এ ঘটনার কিছুক্ষণ পর বেশ কয়েকটি পাক জঙ্গি বিমান বাজারের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন ব্যবসায়ী আব্দুল বেপারী প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে ভবনের ছাদে উঠেন। নিজের বন্দুক থেকে বোমারু বিমান পরিভ্রমণের সময় গুলি ছোড়েন। স্বাধীনতার পর আওয়ামী লীগ সংসদ সদস্য আবুল হাশেম সেইদিনের ঘটনায় বীরত্বপুর্ণ আত্মত্যাগের জন্য বাজারের প্রধান সড়কে শহীদ আব্দুল বেপারীরর নামে একটি তোরণ নির্মাণ করেন। পরে তৎকালীন সরকারের শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এই তোরণটির উদ্বোধন করেন। শহীদ আব্দুল বেপারীর সন্তান আমিনুল হক কামাল বলেন, তোরণটি মুক্তিযুদ্ধের স্মারক। আমাদের আশাবাদ সরকার মহান মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল বেপারীর নামে নির্মিত তোরণটি সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিবেন। গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন বলেন, দীর্ঘ সময়ে যথাযথ সংস্কারের অভাবে শহীদ তোরণটি অবকাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে। সময়ের প্রয়োজনে তোরণটি পুনর্নির্মাণের জোর দাবি জানাচ্ছি। 

সর্বশেষ খবর