সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ভাস্কর্য ভাঙচুর

নলছিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং বঙ্গবন্ধুসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ পাশের একটি খাল থেকে ভাঙা ম্যুরাল চারটি উদ্ধার করে।-ঝালকাঠি প্রতিনিধি

বিনামূল্যে চক্ষুশিবির

শেরপুরে রোটারী চক্ষু হাসপাতালের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শেখহাটি এলাকায় হাসপাতাল প্রাঙ্গনে রোটারিয়ান আলহাজ দুলাল উদ্দিনের অর্থায়নে ও ময়মনসিংহের কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, ডা. মনিষা ঘোষ, ডা. মো. সুরুজ্জামান, মলয় চাকী, মলয় মোহন বল, শরণ রায়, নাজমুল হাসান প্রমুখ। -শেরপুর প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ (ফালু মার্কেট) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত এমদাদ ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

চার তরুণী উদ্ধার আটক

পাচারকারীর কবল থেকে চার তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারে জড়িত অভিযোগে অনিক, সোহাগ, আক্তার, পারভেজ, আব্দুল হান্নান, আকাশ নামে ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনের দুবাইতে নিজস্ব ডান্স বার রয়েছে। গতকাল র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকদের জিজ্ঞাবাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বয়সী সুন্দরী তরুণীদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করে থাকে। এই পাচারকারী সিন্ডিকেডের সঙ্গে অসাধু   ব্যক্তিরা যুক্ত রয়েছে।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর