সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চা বাগানে কীটনাশক ব্যবহার না করার পরামর্শ

পঞ্চগড় প্রতিনিধি

চা বাগানে কীটনাশক ব্যবহার না করার পরামর্শ

বক্তৃতা করছেন চা বোর্ডের চেয়ারম্যান -বাংলাদেশ প্রতিদিন

সমতল অঞ্চলের চা বাগানে বেশি বেশি সার এবং কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। চা শিল্পকে সম্প্রসারিত করার লক্ষ্যে ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কাঁচা চা পাতার মূল্য সমতায় রাখতে পঞ্চগড়ে একটি সরকারি চা কারখানাও স্থাপন করতে যাচ্ছে সরকার। রবিবার

সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সোহায়েল খান। তিনি বলেন উত্তরাঞ্চলের চা বাগানগুলোতে বেশি বেশি সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এটি সবদিক দিয়ে ক্ষতিকর। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি চায়ের মান কমে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চা বোর্ডের সদস্য গোলাম মাওলা, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, এবিএম আক্তারুজ্জামান শাহাজাহান, রফিকুল

ইসলাম, আবু সাঈদ প্রমুখ। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন, সরকারি চা কারখানা স্থাপন, কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ, আঞ্চলিক টি বোর্ডে  অভিজ্ঞ জনবল নিয়োগ সহ ৬টি দাবি তুলে ধরেন।

সর্বশেষ খবর