মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

একটি সড়কের জন্য দুর্ভোগ

ফারুক আল শারাহ, লাকসাম

একটি সড়কের জন্য দুর্ভোগ

একটি সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের মানুষকে। উপজেলার দিশাবন্দ-কাশিপুর-লক্ষণপুর সড়কটির পিচ উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি এতই ঝুঁকিপূর্ণ যে, অল্প পরিমাণ কিছু রিকশা ও মোটরসাইকেল ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জনভোগান্তি লাঘবে দ্রুত সড়কটির প্রশস্ততা বৃদ্ধিসহ আধুনিকায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

২০০৪ সালের ২৬ আগস্ট নিকার ৯০তম বৈঠকে বৃহত্তর লাকসামের দক্ষিণাঞ্চলের ১১টি ইউনিয়নের সমন্বয়ে মনোহরগঞ্জ প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলা স্থাপনের পর দিশাবন্দ-কাশিপুর-লক্ষণপুর সড়কটি অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠে। উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চলের বিপুলাসার, নাথেরপেটুয়া, উত্তরহাওলা, লক্ষণপুর, সরসপুর ও খিলা আংশিক ইউনিয়নের মানুষ এ সড়ক দিয়ে মনোহরগঞ্জ উপজেলা সদরে আসা যাওয়া শুরু করে। সড়কটির দৈর্ঘ্য ৬ কিলোমিটার ও প্রস্থ ৮ ফুট। দীর্ঘদিন থেকে এ সড়কটির সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত ৬/৭ বছর থেকে সড়কের দিশাবন্দ, কাশিপুর, বেতিয়াপাড়া, কান্দিরপাড়, সপুড়া এলাকার অধিকাংশ অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুকুর ও বেড়ি এলাকায় সড়টি ভেঙে পড়ে প্রশস্ততা দিনদিন কমে যাচ্ছে। এ সড়ক দিয়ে মনোহরগঞ্জ ও লক্ষণপুরের ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সন্তানসম্ভাবা নারী, বয়স্ক মানুষ, রোগীসহ সাধারণ মানুষকে খুব কষ্টে চলাচল করতে হয়।  উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দার বলেন, সড়কটির সমস্যার বিষয়ে আমরা অবগত। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারে প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে। প্রশস্ততা বৃদ্ধিসহ আরও আধুনিকায়ন করা হবে বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর