মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিনামূল্যে বীজ

সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৮০৫ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার পান। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। -বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

 

ট্রাকচাপায় প্রাণহানি

গাজীপুরে পাথর বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে সেয়দ সফিকুল ইসলাম সুমন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুমন ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখীবাজার এলাকার সৈয়দ আলতাফ উদ্দিনের ছেলে। -গাজীপুর প্রতিনিধি

 

পরিবেশ দূষণ

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা বাঘেরবাজার এলাকায় পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। -গাজীপুর প্রতিনিধি

 

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা আরেক মাদক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা। -রূপগঞ্জ প্রতিনিধি

 

মাদকবিরোধী সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুজব ও মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইছাখালী এলাকার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা হয়। কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদুর রহমান। ইউএনও মমতাজ বেগম,  ওসি মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপ-সচিব।

-রূপগঞ্জ প্রতিনিধি

 

ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়নগঞ্জের রূপগঞ্জে মৈকুলী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের তিন তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে মাদ্রাসার সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন মাদ্রসার সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, কাউন্সিলর হামিদুল্লাহ, মাওলানা জাকিরুল্লাহ, আবুবক্কর ছিদ্দিক, মোহাম্মদ আলী, রেজাউল মিয়া, মহিউদ্দিন মহি, মুক্তিযোদ্ধা মতলেব প্রমুখ।

-রূপগঞ্জ প্রতিনিধি

 

সিদ্ধিরগঞ্জে দারোয়ান খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে দারোয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। এ সময় বাড়ির মালিকের স্ত্রীকে ইনজেকশান পুশ করে অজ্ঞান করে। গতকাল সন্ধ্যায় হাউজিং এলাকায় আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দারোয়ানের নাম ইমতিয়াজ হোসেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, বাড়ির সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল ইসলাম (১৭) নামক এক কলেজ ছাত্রে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল বিশ্বাসপাড়া গ্রামের।

-নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর