বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছোট্ট শাম্মীর বড় রোগ!

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছোট্ট শাম্মীর বড় রোগ!

বাবা-মায়ের খুব আদরের মেয়ে শাম্মী। ভালই কেটেছে তার শৈশব। হঠাৎ করেই জটিল রোগ দেখা দেয় শাম্মীর শরীরে। তার ডান পা পুরোটা ফুলে গেছে। পঁচন ধরেছে পায়ের কিছু অংশে। অভিভাবকরা তাকে বিভিন্ন ডাক্তার, কবিরাজের কাছে নিয়েও ফল পাননি। শাম্মী এখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ কচুবাড়ী গ্রামের হোটেলশ্রমিক খাদেমুল ইসলামের মেয়ে শামিমা আক্তার শাম্মী। খাদেমুল ইসলাম জানান, মেয়েটি স্কুলে যাওয়া শুরু করেছিল। হটাৎ একদিন দেখি তার ডান পায়ে ছোট ছোট ঘা এবং পা ফোলা। তখন তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে ডাক্তার কিছু ওষুধ ও ইনজেকশন দেন। এতে অবস্থার উন্নতি না হলে চিকিৎসক তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওরভাসকুল্যার ডিজিজেস হাসপাতালে পাঠান। ঢাকায় অনেকদিন ছিলাম অনেক ডাক্তারকে দেখাইছি কোনো কাজ হয়নি। খাদেমুল বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি। মেয়ের চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। শাম্মী জানায়, আমি সুস্থভাবে বাঁচতে চাই। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে চাই। পড়াশোনা করতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর