বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
৯৯৯-এ ফোন

সুস্থ আছেন সেই প্রসূতি ও নবজাতক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সুস্থ আছেন সেই প্রসূতি ও নবজাতক

৯৯৯ নম্বরে ফোন করার পর ট্রেনে সন্তান জন্মদানকারী প্রসূতি নবিয়া খাতুনকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিবিড় পরিচর্যা চলছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, এখন নবজাতক পুত্র ও মা দুজনই সুস্থ আছেন। তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

বগুড়া ফায়ার সার্ভিস ও রেলওয়ে স্টেশনসূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ছকমল ও তার সন্তান সম্ভাবা স্ত্রী নবিয়া রবিবার রাতে ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন। বগুড়া রেলওয়ে এলাকায় ট্রেনের মধ্যে সন্তান প্রসব করেন নবিয়া। সোমবার সকালে অন্য যাত্রীরা নবিয়া, তার স্বামী ও নবজাতককে চিকিৎসার জন্য বগুড়া রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। নবিয়া অসুস্থ হওয়ায় পুত্র সন্তান কোলে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ছকমল। এ সময় সাগর মাহমুদ নামে এক ব্যক্তি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি বলেন। ৯৯৯ থেকে বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেওয়া হয়। দ্রুত বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা অসুস্থ মা ও সন্তানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেন।

সর্বশেষ খবর