বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৫ দফা না মানলে ১ ডিসেম্বর থেকে তিন বিভাগে ধর্মঘট

ট্যাংকলরি পরষিদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৫ দফা দাবি আদায়ে চারদিনের সময় বেঁধে দিল বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে সংগঠনটি। বগুড়া প্রেস ক্লাবে গতকাল সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ৩০ নভেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। ১৫ দফার মধ্যে রয়েছে- জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ প্রদান, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধসাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, বিএসটিআইর আন্ডার গ্রাউন্ড ট্যাংক পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল, ট্যাংকলরি চলাচলে পুলিশের হয়রানি বন্ধ, সুনির্দিষ্ট দপ্তর ছাড়া সরকারি অন্য দাপ্তরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার বা এজেন্টদের অযথা হয়রানি বন্ধ, নতুন পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের জ্বালানি তেল মালিক সমিতির ছাড়পত্রের বিধান চালু, পেট্রোল পাম্পের পাশে যেকোন স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক এবং বিভিন্ন জেলায় ট্যাংকলুর থেকে জোর করে পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি এমএ মোমিন দুলাল, রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এআরএম খোরশেদ আলম লিটন, আব্দুল করিম, জাহিদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর