বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

মেডিকেলে পর্দা কেলেঙ্কারি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (ফমেক) আলোচিত পর্দা কেলেঙ্কারির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ চেষ্টায় সংশ্লিষ্ট দুই ঠিকাদারসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে গতকাল মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। আসামিরা হলেন- মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুনশী ফররুখ আহমেদ, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস শুভ, কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলাম। মামলাটি দায়েরের আগে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, ফরিদপুর মেডিকেলের বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ খবর