শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে যাত্রা শুরু ‘সিভাসু’র

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই হ্রদে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের গবেষণা তরী। সংক্ষেপে নাম রাখা হয়েছে ‘সিভাসু’। গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা তরীর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। জানা যায়, এ তরীতে প্রায় ১৫টি বিষয় নিয়ে গবেষণার কাজ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে, কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বের করা, মাছের অভয়াশ্রম সৃষ্টির জন্য স্থান নির্বাচন, হ্রদের বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণ, বিলুপ্ত মৎস্য প্রজাতি পুনরুদ্ধারের চেষ্টা, হ্রদে চাষযোগ্য সম্ভাব্য প্রজাতি বের করা, মাছের প্রজনন ক্ষেত্রের বাস্তব অবস্থা নিরূপণ, প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ ও পদক্ষেপ গ্রহণ, স্থানীয় জনশক্তিকে খাঁচায় ও পেন কালচারের মাধ্যমে মাছ চাষে উদ্যোগী করা, ঘোনায় মাছ চাষের সুবিধা-অসুবিধা যাচাই, প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ, হ্রদ ভরাট হওয়ার কারণ অনুসন্ধান। সিভাসু গবেষণা তরীটি ৬৮ হাজার হেক্টর আয়তনের হ্রদে চলাচল করবে। সিভাসুর এমএস ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা সারা বছর গবেষণা কার্যক্রম চালাতে পারবেন।

সর্বশেষ খবর