শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই দিনেও উদ্ধার হয়নি নবজাতক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে প্রাইভেট হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে দুই দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে মা-বাবার। বুধবার দুপুরে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুটির বাবা মনির হোসেন কটিয়াদী থানায় মামলা করেছেন।

জানা যায়, দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মনির হোসেন তার স্ত্রী কুলসুমকে সন্তান প্রসবের জন্য মঙ্গলবার রাতে রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে সিজারিয়ানের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয় নবজাতকসহ মাকে। বুধবার বেলা ১১টার দিকে বোরকা পরা এক নারী কুলসুমের কাছ কাছ থেকে কৌশলে শিশুসন্তানকে নিয়ে সটকে পড়েন। কটিয়াদী থানার ওসি জানান, চুরি যাওয়া শিশুটি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর