শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বগুড়া বাফারে জমাট বাঁধা ইউরিয়া

উত্তোলন না করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া বাফারে জমাট বাঁধা ইউরিয়া

বগুড়া বাফারের সামনে জমাট বাঁধা ইউরিয়া স্যারের ট্রাক লাইন ধরে আছে গুদামে খালাসের অপেক্ষায় -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া বাফার গুদামে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নি¤œমানের জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ করছে বলে অভিযোগ উঠছে। এ অবস্থায় জেলার ডিলাররা ইউরিয়া উত্তোলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা উন্নত ও ভালো সার সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে গত বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। বগুড়া জেলা প্রশাসক সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) বগুড়া ইউনিট সভাপতি আবুল কালাম আজাদ জানান, বিসিআইসি এর আগেও সান্তাহার থেকে ঠিকাদারের মাধ্যমে বগুড়া বাফার গুদামে ১৫ হাজার মেট্রিক টন জমাট বাঁধা সার সরবরাহ করে। যা ব্যবহারের অনুপযোগী ছিল। তৎকালীন জেলা প্রশাসক ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন বিষয়টি নিয়ে ডিলারদের সঙ্গে আলোচনা করেন। এতে স্পষ্ট বলা হয়েছিল- বিসিআইসি আর কখনো জমাট বাঁধা সার সরবরাহ করবে না। কিন্তু তারা ঠিকাদারদের মাধ্যমে পুনরায় জমাট বাঁধা সার সরবরাহ শুরু করেছে। বগুড়া বাফারের ব্যস্থাপক-প্রশাসন মোস্তাফা কামাল জানান, সদ্য যশোরের নওয়াপাড়া থেকে ২৬০ টন আমদানি করা সার বগুড়া বাফারে আসে। এর মধ্যে ১৬০ টন সারের কিছু সমস্যা আছে। এই কারণে বগুড়ার ডিলাররা সার নিতে চাচ্ছেন না।’ বিসিআইসির সহকারী ব্যবস্থাপক-প্রশাসন আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি এ বিষয়ে তেমন কিছু জানেন না। খোঁজখবর নেবেন।

সর্বশেষ খবর