শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লোকসানে ধান বিক্রি করছেন কৃষক

দিনাজপুর প্রতিনিধি

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আগেভাগে আমন সংগ্রহের ঘোষণা দিলেও তালিকা না পাওয়ায় কৃষকের কাছ থেকে ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ। ধান ক্রয় ২০ নভেম্বর উদ্বোধন হলেও সরকারের কাছে কৃষক ধান বিক্রি করতে পারেনি। বাজারে লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। কৃষকরা বলছেন, সরকার ঘোষণা দিয়েছে ধান ২৬ টাকা কেজি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩-১৫ টাকায়। এতে তাদের লোকসান হচ্ছে। এখনো ধান ক্রয় শুরু হয়নি, আবার ডিজিটাল ব্যবস্থা ‘কৃষক অ্যাপ’ সম্পর্কে কিছুই জানেন না তারা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক তৌহিদুল ইকবাল বলেন, কৃষকের তালিকা খাদ্য বিভাগের কাছে পাঠানো হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, কৃষি বিভাগের দেওয়া প্রায় দুই লাখ কৃষকের তালিকা লটারির মাধ্যমে পর্যায়ক্রমে চূড়ান্ত করছে খাদ্য বিভাগ। চূড়ান্ত তালিকা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত সম্পন্ন হবে। এবার কৃষক পর্যায়ে দিনাজপুরের ১৩ উপজেলা থেকে ২৮ হাজার ৭ টন ধান ক্রয়ের কথা রয়েছে সরকারের।

সর্বশেষ খবর