রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা এলাকায় জিল ওয়্যারস্ লিমিটেড নামের জুতা ফ্যাক্টরির শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। শেফালী আক্তার, কল্পনা, পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ও মহিনসহ অনেক শ্রমিক অভিযোগ করেন, গত তিন মাস ধরে মালিক কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ না করে গত ২১ অক্টোবর ফ্যাক্টরিটি বন্ধ করে দেয়। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দেলন স্থগিত করেন। ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাদের জানায়, ৩০ নভেম্বর (গতকাল) শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তারা ফ্যাক্টরিতে এসে জানতে পারেন, বেতন ভাতা পরিশোধ করা হবে না। এ সময় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে গত ৩১ অক্টোবর সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ-সড়ক অবরোধ ও ৪ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে অবরোধরত শ্রমিক ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার জন্য মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে’।

সর্বশেষ খবর