রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ সরকার আমলে সার কৃষককে খোঁজে : তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার আমলে সার কৃষককে খোঁজে : তাজুল ইসলাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এদেশের সাধারণ মানুষ যখন সারের দাবিতে আন্দোলন করে তখন গুলি করে ১৮ জন কৃষক হত্যা করা হয়। আর আজকে জননেত্রী শেখ হাসিনার সরকার আমলে সার কৃষককে খোঁজে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। তাই সবাইকে দুর্নীতিমুক্ত ও দলীয় ভাবমূর্তি রক্ষা করে চলার আহ্বান জানান। গতকাল ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে বালির মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের অভিষেক ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মো. জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী   লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আবুল খায়ের দুলাল প্রমুখ। সম্মেলন শেষে ইউনিয়ন কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর