রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পুকুরে শিশুর লাশ

নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় গতকাল জয় বিশ্বাস (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জয় ওই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে। পুলিশ জানায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

ওয়াশিং কারখানায় অগ্নিকান্ড

গাজীপুরের টঙ্গী ন্যাশনাল ওয়াশিং অ্যান্ড কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় কেমিক্যালের গ্যাসে আট শ্রমিক আহত হয়েছে। গতকাল সকালে বিসিক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহত শ্রমিকরা জানান, হঠাৎ ব্লিচিং পাউডারের ড্রামের মধ্যে আগুন লেগে যায়। পরে শ্রমিকরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় অতিরিক্ত গ্যাসের কারণে শ্রমিকরা আহত হন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. আতিকুল রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

-টঙ্গী প্রতিনিধি

মাদক প্রতিরোধে শপথ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল মাদক প্রতিরোধের শপথ নিলেন ৭০০ শিক্ষার্থী। ফেসবুক গ্রুপ ‘প্রিয় গোপালগঞ্জ’ এর আয়োজনে মাদকবিরোধী সমাবেশে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ৭০০ শিক্ষার্থীকে শপথ পাঠ করান গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। হিমাংশু কুমার পান্ডের সভাপতিত্বে সমাবেশে সুশান্ত কুমার, জাকিরুজ্জামান, প্রিয় গোপালগঞ্জ’র সুব্রত সাহা বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে খাতা ও কলম দেওয়া হয়।

-গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর