রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাত বছর পর রাণীশংকৈলে ত্রি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি

দীর্ঘ ৭ বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগের কমিটিতে কোন দুনীতিবাজ, ক্যাসিনো সম্রাট, মাদকাসক্ত ব্যক্তি স্থান পাবে না। এছাড়া একই পরিবারের দুজন কিংবা অনুপ্রবেশকারীদের স্থান হবে না। অনুষ্ঠানে উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশি বলেন, বিএনপি জামায়াত দেশের মানুষের রক্ত চুষে হাওয়া ভবনে বসে লুটপাট করেছেন। কৃষকের উৎপাদিত পণ্যের নায্যমূল্য দিত না। সারের জন্য দেশে হাহাকার তৈরি হয়েছিল। বর্তমান সরকারের সময়ে দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে। সরাসরি সরকার কৃষকের কাছ থেকে ধান, গম, চাল ক্রয় করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু ফলাফল ঘোষণা করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় অধ্যাপক সইদুল হক সভাপতি, সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক তাজ উদ্দীন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল কাদের।

সর্বশেষ খবর