সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

তাড়াশে টিআর-কাবিখা প্রকল্পে লুটপাট!

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

তাড়াশে টিআর-কাবিখা  প্রকল্পে লুটপাট!

সিরাজগঞ্জে তাড়াশে টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের লাখ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ ওঠেছে। কোনো প্রকল্পে বরাদ্দের অর্থের পুরোটাই আবার কোনো প্রকল্পে মাত্র ১০-২০ শতাংশ কাজ করে বাকি টাকা আত্মসাত করা হয়েছে। কাজ না হলেও কাগজে-কলমে কাজ দেখানো হয়েছে শতভাগ। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, টিআরের সব টাকা স্থানীয় সংসদ সদস্যের আনুকূল্যে তার ভাই আবু সাঈদ ও ভাগ্নে মিল্টন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহায়তা আত্মসাত করেছেন। তারা বলেনÑ প্রথমবারের মতো ডা. আব্দুল আজিজ এমপি নির্বাচিত হয়ে টিআর ও কাবিখার অর্থ আত্মসাতে জড়িয়ে পড়ায় তৃণমূল নেতা-কর্মীর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। অবিলম্বে অনিয়মে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ বলেন, ‘টিআর ও কাবিখা প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা আমার জানা নেই। কোনো অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রকল্প কর্মকর্তা নূর মামুন বলেন, ‘প্রাথমিকভাবে সুষ্ঠুভাবে কাজ হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় বিল প্রদান করা হয়েছে। যেহেতু অভিযোগ ওঠেছে তাই পুনরায় প্রকল্পগুলো পরিদর্শনের পর বিস্তারিত বলতে পারবো।’ এমপির ভাই আবু সাইদ বলেন, ‘প্রকল্পের কাজ হবে কি হবে না-সেটা প্রকল্প বাস্তবায়ন অফিস বুঝবে? এতে আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান মোবাইল ফোনে জানান, তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন। প্রকল্পের তদারকি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন। কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আমার বাসায় এসে স্বাক্ষর নিয়ে বিল প্রদান করেছেন। ভারপ্রাপ্ত ইউএনও ওবায়দুল্লাহ জানান, অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর