সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুদাম নির্মাণ নিয়ে প্রশাসন আইনজীবী মুখোমুখি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে নির্মাণাধীন ১০তলা জুডিশিয়াল আদলত ভবনের সামনে জেলা প্রশাসনের পক্ষ থেকে গুদাম নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে আইনজীবী ও প্রশাসন। জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল আদালত এলাকায় মিছিল নিয়ে গিয়ে গুদাম নির্মাণ কাজ বন্ধ করে দেন। তাদের অভিযোগ, গুদামটি নির্মাণ হলে জুডিশিয়াল ভবনের মূল প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। সৌন্দর্য্য নষ্ট হবে দৃষ্টিনন্দন এ ভবনটির। আদালতের প্রবেশপথে গুদাম নির্মাণের কাজ বন্ধ রাখার দাবি জানিয়ে আদালতে মামলা করেছে আইনজীবী সমিতি। বাদী হয়েছেন সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। জেলা প্রশাসক আব্দুল আহাদসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। আদলত গুদামের নির্মাণ কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন। এ পরিস্থিতে গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘গুদাম নির্মাণের জন্য আমাদের জায়গার অভাব রয়েছে। সেই সঙ্গে আদালত ভবনের সৌন্দর্য্য নষ্টের বিষয়টিও দেখতে হবে। সবদিক বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পৌরমেয়র নাদের বখত।দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এ সময় বক্তারা বলেন- জেলা প্রশাসন ত্রাণ মন্ত্রণালয়ের জন্য যেখানে গুদামঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সেটি গণপূর্ত বিভাগের জায়গা। অথচ গণপূর্ত বিভাগ গুদাম নির্মাণের বিষয়ে কিছুই জানে না। নীতিমালা অনুযায়ী কোনো গুদামঘর নদীতীর কিংবা সড়ক-মহাসড়কের পাশে নির্মাণের কথা, এখানে সেই বিষয়টি সম্পূর্ণ অনুপস্থিত। সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম বলেন, ‘যে জায়গায় জেলা প্রশাসন গুদাম নির্মাণ কাজ শুরু করেছে সেটি গণপূর্তের জায়গা। এ ব্যাপারে আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, ‘গুদাম নির্মাণের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনজীবী সমিতির সঙ্গে বসার সিদ্ধান্ত হওয়ার পরও তাদের পক্ষ থেকে মিছিল নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর