সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গৃহবধূকে গণধর্ষণ, ভাঙচুর লুট

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদ আশ্রয়ণ কেন্দ্রে অস্ত্রের মুখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ওই নারীর বসতঘরে হামলা লুটপাট করে। স্থানীয়রা পরদিন গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভুক্তভোগী জানান, ঘটনার রাতে তিনি ঘরে একা ছিলেন। রাত দেড়টার দিকে ৯ জন দরজা ভেঙে ঘরে ঢুকে। তাদের হাতে দেশীয় অস্ত্রও ছিল। তিনি চিৎকার দিলে অস্ত্র দেখিয়ে একজন মুখ চেপে ধরে। তাদের মধ্যে পাঁচজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। তার গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং ঘরে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাকে মারধরও করা হয়। তিনি সবাইকে চিনতে পেরেছেন।

ধর্ষকরা ঘরের আসবাবপত্র তছনছ এবং বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ফেলে। প্রতিবেশি এক নারী জানান, সন্ত্রাসীরা যাওয়ার পর নির্যাতনের শিকার গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তারা। চরজব্বার থানার ওসি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর