মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৪ বছরেও পাননি পেনশনের টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

অবসরের ১৪ বছরেও পেনশনের টাকা পাননি সরকারি অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারী। সহায় সম্বলহীন হয়ে এখন অন্ধ স্ত্রীকে নিয়ে পথে পথে ভিক্ষা করছেন তিনি। ভুক্তভোগীর নাম জয়নাল আবেদীন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মারজা গ্রামের আব্দুল আজিজের ছেলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের এমএলএসএস হিসেবে ২০০৫ সালের ৩০ ডিসেম্বর অবসর নেন জয়নাল। যথাসময়ে তিনি পেনশনের প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা কার্যালয়ে জমা দেন। কিন্তু পেনশনের টাকা আজও তার ভাগ্যে জোটেনি। সবশেষ ২০১১ সালের ৯ মার্চ অষ্টগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার স্বাক্ষরিত সুপারিশপত্র জেলা কার্যালয়ে পাঠানো হয়। অষ্টগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নবী জানান, বিষয়টি অনেক আগের হওয়ায় তার জানা ছিল না। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর জয়নাল আবেদীন নিজ হাতে কাগজপত্র ঢাকায় প্রধান কার্যালয়ে নিয়ে যান। তখন কাজগপত্র রিসিভ করিয়ে আনতে পারেননি। সম্প্রতি উপজেলা কার্যালয় থেকে সুপারিশপত্র পেয়ে তিনি পুনরায় প্রধান কার্যালয়ে পাঠান। এখন প্রধান কার্যালয়ই বিষয়টি দেখার কথা। চাকরির সুবাদে অষ্টগ্রাম উপজেলার ওসমানপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সংসারে অন্ধ স্ত্রী ছাড়া আর কেউ নেই। প্রতিবেশিরা মাঝে মাঝে সাহায্য সহায়তা করেন। বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন জয়নাল। চোখেও কম দেখেন। অন্ধ স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিক্ষা করেই এখন জীবন চলে তার।

 

সর্বশেষ খবর