মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ধান কাটা উৎসব

নেত্রকোনা জেলাজুড়ে চলছে ধান কাটা উৎসব। সদরসহ বিভিন্ন উপজেলা প্রায় ২০ শতাংশ ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর নেত্রকোনায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন, ফলন ভালো হলেও সঠিক দাম না পেলে তাদের লাভ হবে না। -নেত্রকোনা প্রতিনিধি

ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

গাজীপুরে গতকাল অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম। উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এবং জিএমপি পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 - প্রতিদিন ডেস্ক

্যাবের মতবিনিময় সভা

টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব-এর  মতবিনিময় সভা হয়েছে। গতকাল বিকালে টঙ্গী থানা প্রেস ক্লাব প্রাঙ্গণে  এ সভা হয়। টঙ্গী থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং র‌্যাব উত্তরার এএসপি মো. সালাউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক  ও র‌্যাবের  কর্মকর্তা উপস্থিত ছিলেন। - টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর