মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বদলে যাচ্ছে বগুড়া সারিয়াকান্দি সড়ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বদলে যাচ্ছে বগুড়া সারিয়াকান্দি সড়ক

আলোর মুখ দেখতে চলেছে পূর্ব বগুড়ার বাসিন্দারা। বগুড়া থেকে সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা এই তিন উপজেলাবাসীর জন্য ২৪১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে সড়ক। বাঙালি নদীর উপর নির্মিত হচ্ছে আড়িয়ালঘাট সেতু। সড়ক সংস্কার কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের দিনবদলের গল্প গাঁথা হবে। বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়সূত্রে জানা যায়, জেলা শহরের পূর্ব দিকে অবস্থান গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার। এই তিন উপজেলা মূলত কৃষিপ্রধান। একই সঙ্গে যমুনা নদীর তীরে হওয়ায় বন্যাপ্রবণ এলাকাও। তিন উপজেলায় যোগাযোগের জন্য জেলা শহরের ফতেহ আলী বাজারের সামনে থেকে একটি সড়ক ব্যবহার করে আসছে। চেলোপাড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি সরু হওয়ায় দুর্ভোগের শিকার হন যাতায়াতকারী কয়েক লাখ মানুষ। এছাড়া সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গা, গর্ত, পিচ উঠে যাওয়ায় বর্ষাকালে পথচারিদের ভোগান্তির শেষ থাকে না। তিন উপজেলার বাসিন্দারা দুর্ভোগ লাঘবে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের কাছে দাবি জানালে তিনি সড়ক সংস্কারের আশ্বাস দেন। ২০১৭ সালের ২৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারিয়াকান্দিতে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণকালে সড়কটি সংস্কারের ঘোষণা দেন। একনেক সভায় সড়কটি আধুনিক করে নির্মাণে ২৪১ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, শহরের চেলোপাড়া থেকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস মহাসড়ক পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার ১৮ ফুটের সড়কটি দুই পাশে ৩ ফুট করে বাড়িয়ে ২৪ ফুট করা হবে। সারিয়াকান্দি উপজেলা পর্যন্ত দৈর্ঘ্য হবে সাড়ে ২২ কিলোমিটার। রাস্তার বাঁক কমানোর চেষ্টা রয়েছে প্রকল্পের মধ্যে। সাবগ্রামের মহাসড়ক থেকে গাবতলীমুখী ১৮ ফুটের সড়কটি সারিয়াকান্দি পর্যন্ত সংস্কার করা হবে।

সর্বশেষ খবর