মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

২০১৪ সালের তালিকা অনুযায়ী চাষীদের লটারি

ঠাকুরগাঁও প্রতিনিধি

সরাসরি আমন ধান কেনার জন্য নির্দেশনা দিলেও ঠাকুরগাঁওয়ে ২০১৪ সালের চাষীদের নামের তালিকা দিয়ে লটারি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল কুমার রায় প্রমুখ। ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর উপজেলায় ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৮ হাজার ৬৪৮ জন কৃষক নির্বাচনের জন্য লটারি করতে চাইলে সংবাদকর্মীরা জানতে চান ‘সরাসরি ধান বিক্রির সুবিধা পাবেন কোন কৃষক?

জবাবে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কৃষিকার্ড ছাড়া সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ নেই। আর সর্বশেষ কৃষি কার্ড দেওয়া হয়েছে ২০১৪ সালে। এতে কৃষির সঙ্গে জড়িত যেসব কৃষক কৃষি কার্ড পায়নি বা পরবর্তী পাঁচ বছর কৃষিতে জড়িয়েছেন তাদের লটারিতে নাম আসার সুযোগ নেই। এ অবস্থায় সংবাদকর্মী ও উপস্থিত কৃষকদের তোপের মুখে পড়েন কৃষি বিভাগের কর্মকর্তারা। ইউনিয়ন পর্যায়ে কর্মরত বেশিরভাগ উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে।

সর্বশেষ খবর