মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড় মাতালেন সুভেন্দু মাইতি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় মাতালেন ভারতের প্রখ্যাত লোক ও গণসঙ্গীত শিল্পী সুভেন্দু মাইতি। দিনব্যাপী শিল্প, সাহিত্য, ইতিহাস নিয়ে আলোচনা ও গান পরিবেশনের মাধ্যমে দর্শকের মন কাড়েন তিনি। উদীচী পঞ্চগড় শাখার আয়োজনে নজরুল পাঠাগারের হলরুমে এই অনুষ্ঠান হয়। উদীচী সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় শতাধিক শিল্পী, সাহিত্যকর্মী, নাট্যকর্মী অংশ নেন।

শুরুতে লোকসঙ্গীত, গণসঙ্গীতের ইতিহাসে শুভেন্দু মাইতির পদচারণা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, উদীচী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কবি প্রবির চন্দ, নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার প্রমুখ। দুপুরে আলোচনা ও গানের পরিবেশনা শুরু করেন শুভেন্দু মাইতি। স্মৃতিচারণে তিনি বলেন- ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা গান গেয়ে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করি। ভারতের বাঙালিরা অসাম্প্রাদায়িক চেতনা শিখেছে বাংলাদেশ থেকেই। তাই বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক।’

সর্বশেষ খবর