মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রসায়ন ল্যাবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগের রসায়ন ল্যাবে বিস্ফোরণে আহত সাত শিক্ষার্থীর সুচিকিৎসাসহ ৮ দফা দাবিতে জানিয়েছে সহপাঠীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গতকাল মানববন্ধন করে এ দাবি জানান তারা। দাবির মধ্যে রয়েছে- দুর্ঘটনার কারণ সঠিকভাবে তদন্ত, অনভিজ্ঞ গেস্ট টিচার দিয়ে ক্লাস-ল্যাব পরিচালনা বন্ধ করা, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের অপ্রীতিকর আচরণ বন্ধ করা। মানববন্ধনে সাব্বির রহমান রিজভী, আমানুজ্জামান শিউল, রোমান হাসান, আশিকুর রহমান আশিক প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত  চারজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর