মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চুরি আতঙ্কে পিয়াজ খেত পাহারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাজারে কমছেই না পিয়াজের ঝাঁঝ। লাভের আশায় চলনবিলের কৃষকরা এবার প্রচুর জমিতে আগাম জাতের ডাটি পিয়াজ রোপণ করেছেন। পিয়াজ লাগিয়ে এখন বিপাকে পড়েছেন কৃষকরা। প্রতিদিন খেত থেকে চুরি যাচ্ছে পিয়াজ। বাধ্য হয়ে রাত জেগে কুপি জ¦ালিয়ে খেত পাহারা দিচ্ছেন কৃষকরা। চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর, হেমনগর, চর-হামকুড়িয়া, কাঁটাবাড়ি গ্রাম ঘুরে দেখা যায়, কৃষকরা দিনভর পিয়াজ খেতের পরিচর্যা করছেন। আর রাতে দিচ্ছেন খেত পাহারা। কৃষকরা জানান, প্রতি কেজি গাছ পিয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু সম্প্রতি রাতে পিয়াজ চুরি শুরু হয়েছে। এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

 

সর্বশেষ খবর