শিরোনাম
বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

নাঙ্গলকোটে জনগুরুত্বপূর্ণ একটি সেতুর মাঝ বরাবর ভেঙে গর্ত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এতে উপজেলার পশ্চিম অংশের হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। দ্রুত সেতুটি পুননির্মাণের দাবি জানান এলাকাবাসী। জানা যায়, নাঙ্গলকোটের পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে লুধুয়া-মেরকট-নাঙ্গলকোট সড়কটি গুরুত্বপূর্ণ। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে এ সড়কটির সংযোগ থাকায় তুগুরিয়া, খিলা ও লাকসাম হয়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কের সংযোগস্থলে লুধুয়া নামক স্থানে খালের ওপর ১৭-১৮ বছর আগে নির্মাণ করা হয় সেতু। প্রায় ৪ মাস আসে সেতুটি দিয়ে ট্রাক পারাপারের সময় মাঝ বরাবর ভেঙে গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমানে সেতুটি দিয়ে সীমিত পরিমাণ অটোরিক্সা, মোটরসাইকেল সাইকেল ছাড়া অন্য যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকার হাজার হাজার চরম বিপাকে পড়েছেন। এছাড়া সেতুটির প্রশস্ততা কম হওয়ায় যানবাহন ক্রসিংয়ে প্রতিবন্ধকতা দেখা দেয়। লুধুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, সেতুর মাঝখানে গর্ত হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিজটি আধুনিয়কায়নের জন্য নতুন প্রকল্প প্রস্তাব করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা রাখি শিগগিরই কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর