শিরোনাম
বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পচনশীল পণ্য আমদানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি

শুল্ক ফাঁকি দিয়ে অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে পানপাতাবাহী ৯টি ট্রাক আটকের ঘটনায় বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমাদনি বন্ধ রেখেছে আমদানিকারকরা। গত ৩০ নভেম্বর থেকে আমদানিকারকরা বন্দর দিয়ে পচনশীল কাঁচামাল ও খাদ্যদ্রব্য আমদানি বন্ধ রেখেছেন।  যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ নভেম্বর বিজিবি সদস্যরা বেনাপোল বন্দর থেকে ছাড় করানো ৫৮ হাজার ৩০০ কেজি ওজনের ৯ ট্রাক পানপাতার একটি চালান যশোর-বেনাপোল মহাসড়ক থেকে আটক করেন। কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় এসব পণ্যের চালানে রাজস্ব ফাঁকি দিয়ে অতিরিক্ত পণ্য নেওয়া হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পণ্য চালানটি হস্তান্তর করা হয়। পানপাতা আমদানিকারক উজ্জল বিশ্বাস বলেন, পচনশীল পণ্য গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অনেক পণ্য নষ্ট হয়ে যায়। তাই সামান্য কিছু পণ্য বেশি আনা হয়। এতটুকু সুবিধা না পেলে বৈধ পথে আমদানি করা সম্ভব না।

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখলেও রাস্তায় বিজিবি সদস্যরা তা আটকে মামলা দিয়ে আমদানিকারকদের হয়রানি ও লোকসানের মুখে ফেলছেন। এ কারণে আমদানিকারকরা খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামালের আমদানি আপাতত বন্ধ রেখেছেন। জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০০ ট্রাক পণ্য আমদানি হয়। এর মধ্যে প্রায় ৪০ ট্রাক মাছ, পানপাতা, আপেল, লেবু ও টমেটোসহ বিভিন্ন পচনশীল খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে। এসব পণ্য থেকে প্রতিদিন সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর