বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে মেয়র নাছির

অপরিকল্পিত নগরায়ণের খেসারত দিচ্ছে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অতীত থেকে এই নগর অপরিকল্পিতভাবে গড়ে ওঠে আসছে। অপরিকল্পিত নগরায়ণের খেসারত এখন আমাদের সবাইকেই দিতে হচ্ছে। আমি চাই, নগরবাসীকে একটি সুন্দর, সুস্থ ও গ্রিন-ক্লিন সিটি উপহার দিতে। এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজও করে যাচ্ছি। গতকাল আন্দরকিল্লার কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের গত চার বছরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ। সিটি মেয়র বলেন, ‘নগরের উন্নয়নে আমরা অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পরিচ্ছন্ন নগর গড়তে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। গণপরিবহনে ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে নামানো হবে ২০০ এসি বাস। প্রথম দফায় আগামী জানুয়ারি থেকে এস আলম গ্রুপ তিন রঙের ১০০ এসি বাস চালু করবে।

সর্বশেষ খবর