শিরোনাম
বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মসজিদে যেতে হয় বাঁশের মাচা দিয়ে

কুষ্টিয়া প্রতিনিধি

মসজিদে যেতে হয় বাঁশের মাচা দিয়ে

মসজিদে যাওয়ার মাচা -বাংলাদেশ প্রতিদিন

দৌলতপুর উপজেলার হাসেনাবাদে রাস্তার অভাবে এক মসজিদের মুসল্লিদের নামাজ পড়তে যেতে হয় বাঁশের মাচা দিয়ে। মুসল্লিরা মাত্র ২০০ ফুট রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, যাতায়াতের রাস্তার জন্য এক কাঠা জমি মসজিদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসুকে রাস্তাটি নির্মাণের জন্য অনেকবার বলেছি তিনি উদ্যোগ নেননি। ইউপি চেয়ারম্যান বলেন, ‘মসজিদে যেতে হলে ব্যক্তি মালিকানার জমির ওপর দিয়ে যেতে হবে। এখানে সরকারের জমি নেই। মসজিদ কমিটি জমির ব্যবস্থা করলে রাস্তা করে দেব।’ মসজিদ কমিটির সভাপতি বাদল সর্দার বলেন, বর্ষা মৌসুমে কোমর পানি মাড়িয়ে মসজিদে নামাজ আদায়ের জন্য যেতে হয়’।

সর্বশেষ খবর