বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেহাল সড়কে লাখো মানুষের দুর্ভোগ

মাসুম হেলাল, সুনামগঞ্জ

বেহাল সড়কে লাখো মানুষের দুর্ভোগ

খানাখন্দে ভরা পাথারিয়া-ভাটিপাড়া সড়ক

সংস্কারের অভাবে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জের পাথারিয়া-ভাটিপাড়া বাংলাবাজার সড়ক। পাঁচ ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি বেহাল পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। ভোগান্তি লাঘবে সাবমার্জেবল এই সড়কটি সারা বছর ব্যবহার উপযোগী করে নির্মাণের দাবি এলাকাবাসীর। জানা যায়, হাওর এলাকাকে সড়ক যোগাযোগের আওতায় আনতে ২০০৩ সালে পাকা করা হয় পাথারিয়া ভায়া ভাটিপাড়া বাংলাবাজার সড়ক। শুরুর দিকে সাবমার্জেবল এই সড়কটি শুধু হেমন্ত মৌসুমে ব্যবহার উপযোগী করে নির্মাণ করা হয়। সড়কটি পাকাকরণের ফলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক, দিরাইয়ের ভাটিপাড়া, রফিনগর, রাজানগর ইউনিয়ন এবং নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার একাংশের মানুষের চলাচলে সুবিধা হয়। বছরের পর বছর বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে থাকায় সড়কের আরসিসি ঢালাই নষ্ট হতে শুরু করে। খানাখন্দে ভরে যায় পুরো সড়ক। হয়ে পড়ে যান চলাচলের অনুপযোগী। স্থানীয়রা জানান, বর্ষায় পানিতে তলিয়ে থাকায় তখন যেমন এই সড়কের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ, তেমনি হেমন্তে সড়ক খানাখন্দে বেহাল থাকায় এটি কাজে আসছে না। বিকল্প না থাকায় লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। কিন্তু আমাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি ভাঙাচুরা থাকায় প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছি।’ স্থানীয় পিকআপ চালক আয়াজ আলী জানান, সড়কটির আরসিসি ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। সেগুলো টায়ারে ঢুকে পাংচার হয়ে যাচ্ছে।  সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, ‘পাথারিয়া ভায়া ভাটিপাড়া বাংলাবাজার সড়কের পাথারিয়া থেকে ভাটিপাড়া পর্যন্ত অংশ ১২ মাস ব্যবহারের উপযোগী করে নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ভাটিপাড়া থেকে বাংলাবাজার অংশ পুরোপুরি হাওরের মধ্যে হওয়ায় সেখানে ডুবন্ত সড়কই রাখতে হবে।

সর্বশেষ খবর