বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ইটভাটা উচ্ছেদ

মানিকগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটা মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভাটা দুটি হলো- তমা ব্রিক্স ও মানিকগঞ্জ ব্রিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহম্মেদ বলেন, হাই কোর্টের নির্দেশ মতে ঢাকার কাছে সব ধরনের অবৈধ ইটভাটা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বায়ুদূষণের জন্য ইটভাটা বেশি দায়ী। -মানিকগঞ্জ প্রতিনিধি

পিঠা উৎসব

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় শীতকালীন গ্রামীণ পিঠা উৎসব গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মঈনউল ইসলাম এই উৎসবের উদ্বোধন করেন। এ সময় শারমিন কবির বীনাসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে ঝুমকা নামে একটি সংগঠন। -নেত্রকোনা প্রতিনিধি

৬ মাদকসেবীর দন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য তাদের দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- দিলু চৌধুরী, সুদীপ পাল, দিলারা বেগম, সোহাগ মিয়া, সাগর মিয়া ও আসমত আলী।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর