বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাতক্ষীরা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত সাধারণ সম্পাদক বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কালীগঞ্জে বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ততা ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একই সঙ্গে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বর মধ্যে সংগঠনের দফতর সেল বরাবর জীবনবৃত্তান্ত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বিকাশের টাকা সংগ্রহকারী আশিক আল ইমরান ও তানভির ইসলামের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৬ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিকের দুই সহযোগী সন্দেহভাজন মামুনুর রহমান দীপ ও সাইফুল রহমান ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ঘটনার পর থেকে সাদিক আত্মগোপনে রয়েছেন।

সর্বশেষ খবর