শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিনা বিচারে ছয় মাস জেলে মুক্তিযোদ্ধার ছেলে!

টাঙ্গাইল প্রতিনিধি

বিনা বিচারে ছয় মাস জেলে মুক্তিযোদ্ধার ছেলে!

শরীফ হোসেন

টাঙ্গাইলে একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক হয়ে বিনা বিচারে ছয় মাস ধরে কারাভোগ করছেন মুক্তিযোদ্ধার ছেলে শরীফ হোসেন (৪২)। মুক্তিযোদ্ধা বাবা সন্তানকে বিচারিক সহায়তার জন্য আইনজীবী নিয়োগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ‘নির্দোষ’ ছেলেকে বাঁচাতে তিনি এখন প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। জানা যায়, গত ১০ জুলাই টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ স্থানীয় হাসান আলী রেজা হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে শরীফ হোসেনকে গ্রেফতার করে। ১৬ জুলাই তাকে জেলহাজতে পাঠায় পুলিশ। শরীফকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ ওই হত্যার সঙ্গে শরীফের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি বলে জানান মকবুল হোসেন। তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে শরীফ যদি দোষী প্রমাণিত হয় তবে তার যে সাজা হবে তা মাথা পেতে মেনে নেব। কিšুÍ আমার নির্দোষ ছেলেকে বাঁচাতে একজন আইনজীবী নিয়োগের জন্য জেলা বার সমিতিতে দরখাস্ত করেও কোনো আইনজীবী পাইনি।’

শরীফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ছোটখাটো ব্যবসায়ী। তাকে বিনাবিচারে জেলহাজতে রাখা হয়েছে। একমাত্র শিশুকন্যা নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’ টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম খান আলো বলেন, কোনো মক্কেলের জন্য বার সমিতি আইনজীবী নিয়োগ করে দেয় না। এটা তাদেরই করে নিতে হয়। বার সমিতি কাউকে নিষেধ করেনি। উল্লেখ্য, গত ৮ জুলাই হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৪ দিন পর শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া লৌহজং নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর