শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

দিরাই উপজেলার চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন জনপ্রতিনিধিসহ স্থানীয় মানুষ। ইউনিয়নের শ্যামারচর বাজারে গতকাল মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, রতন কুমার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের টাকা নামমাত্র কাজ করে আত্মসাৎ করছেন।

যে কারণে উন্নয়নবঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী। দুর্নীতির কারণে তার প্রতি লিখিত অনাস্থা দিয়েছেন পরিষদের ১২ জন সদস্য। প্রসন্ন দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চন্দন কুমার দাস, দীপ্তি রানী দাস, নাসিমা বেগম, আরজ আলী, চিত্তরঞ্জন সূত্রধর প্রমুখ।

সর্বশেষ খবর