শিরোনাম
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুট্টা খেতে পোকার আক্রমণ ব্যাপক ক্ষতির আশঙ্কা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভুট্টা খেতে পোকার আক্রমণ ব্যাপক ক্ষতির আশঙ্কা

চুয়াডাঙ্গায় আর্মিওয়ার্ম পোকায় আক্রান্ত ভুট্টা গাছ

চুয়াডাঙ্গার বিভিন্ন ভুট্টা খেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে বিষয়টি সহনীয় পর্যায়ে আছে। নতুন ধরনের এ পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষি বিভাগের কাছে ছুটছেন চাষিরা। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বাংলাদেশের সর্বাধিক ভুট্টা উৎপাদনকারী জেলা হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে চুয়াডাঙ্গা। চলতি বছর এ জেলায় ইতিমধ্যে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। গত বছর নভেম্বরে হঠাৎ করে কিছু খেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়। তখন নতুন ধরনের এ পোকা দমনে কৃষকদের পূর্ব-অভিজ্ঞতা না থাকায় তারা চিন্তিত হয়ে পড়েন। কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়। তবে এ বছর আগের তুলনায় বেশি মাত্রায় ভুট্টা খেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানায়, ফল আর্মিওয়ার্ম পোকাটি ভারত থেকে আমাদের দেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) ইউএসএইডর সহযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত কৃষি বিভাগের কিছু কর্মকর্তা ও কৃষকদের সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে। সিমিটের হাব কো-অর্ডিনেটর খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘কৃষকরা একটু সচেতন হলেই এ বিষয়ে খুব চিন্তার কারণ নেই। যেহেতু কৃষকরা এ পোকা সর্ম্পকে অজানা এ কারণে প্রাথমিকভাবে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হচ্ছে।’ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ নূরুল আলম বলেন, ‘ফল আর্মিওয়ার্ম পোকা চুয়াডাঙ্গায় আগের বছরের তুলনায় এবার বেশি মাত্রায় আক্রমণ করেছে। এ জেলা থেকে যাতে অন্য জেলায় পোকাটি ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং পোকাটি দমন করতে হবে।’ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, তারা সবসময় চাষিদের পাশে আছেন। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ খবর