শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো ৫ ইটভাটা ২৩ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি

গুঁড়িয়ে দেওয়া হলো ৫ ইটভাটা ২৩ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া এসব ভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে নানা অনিয়মের অভিযোগে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাভার পৌর এলাকার গেন্ডা এলাকায় পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা শাখা এ অভিযান পরিচালনা করে। অর্থদন্ডপ্রাপ্ত ইটভাটার মধ্যে মেসার্স চাঁন মিয়া ব্রিকসকে তিন, তিশা ব্রিকসকে পাঁচ, মধুমতি সুপার ব্রিকসকে পাঁচ, মাসুম সুপার ব্রিকসকে পাঁচ ও কর্ণফুলী ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম বলেন, দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের চলমান অভিযানের অংশ হিসেবে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইটভাটাগুলোকে জরিমানার পরবর্তীতে যেন কার্যক্রম পরিচালিত করতে না পারে সেজন্য এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিবেশ অধিদফতরের মনিটরিং টিম নিয়মিত ইটভাটা পরিদর্শন করছেন। কোনো ভাটার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর