শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু হাসপাতাল ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় নুর নাহার (২০) নামে প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ, ভাঙচুর করা হয়েছে। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার রওশন জাহান লাকি জানান, আট মাসের গর্ভবতী নুরনাহার হাসপাতালে ভর্তি হলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। কিন্তু স্বজনরা ওইসব পরীক্ষা করাননি। প্রসূতির প্রচ- ব্যথা হলে নিয়ম অনুযায়ী চিকিৎসা যা দেওয়ার তাই দেওয়া হয়েছে। সব কিছু ফাইলে লেখা রয়েছে। ভুল চিকিৎসার ঘটনা রোগীর ক্ষেত্রে ঘটেনি। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর