মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালের সিঁড়িতে সন্তান প্রসব

সিরাজগঞ্জ প্রতিনিধি

হাসপাতালের সিঁড়িতে সন্তান প্রসব

হাসপাতালের সিঁড়িতে জন্ম নেওয়া নবজাতক

হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বের হয়ে আসার সময় সিঁড়িতেই বাচ্চা প্রসব করেছেন মরিয়ম নামে এক নারী। সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গতকাল এ ঘটনা ঘটে। মরিয়ম শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের শাহিন আলমের স্ত্রী। মরিয়মের স্বজন উম্মে আয়েশা জানান, গত রবিবার সকালে হাসপাতালের গাইনি বিভাগে মরিয়মকে ভর্তি করা হয়। হাসপাতালে সিট খালি না থাকায় তাকে রাখা হয় মেঝেতে। সারা দিন কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি। সন্ধ্যায় ডা. আফরোজা খাতুন এসে বিভিন্ন পরীক্ষা করান। রাত সাড়ে ৯টার দিকে মরিয়মকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলেন, রোগীর অবস্থা ভালো নয়, তার সিজার করা সম্ভব না। তৎক্ষণাৎ রোগীকে রেফার্ড করেন চিকিৎসকরা। মরিয়ম বলেন, ‘আমার যখন প্রচন্ড প্রসব ব্যথা ওঠে ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়া হয়। চিকিৎসকরা প্রসব করানোর কোনো চেষ্টাই করেননি। যন্ত্রণা নিয়েই হেঁটে নিচতলায় আসার সময় সিঁড়িতে শুয়ে পড়ি। সেখানেই আমার কন্যাসন্তান প্রসব করান সঙ্গে আসা দাই।’ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, ‘ওই প্রসূতিকে কেন রেফার্ড করা হয়েছিল তা জানার চেষ্টা করছি।’ সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ‘কয়েকজন চিকিৎসক দেখে রোগীকে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় ছাড়পত্র দিয়েছেন। তার পরও যদি কোনো ভুল থাকে তা তদন্তের পর জানা যাবে। এজন্য কমিটি গঠন করা হয়েছে।’

সর্বশেষ খবর