মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খানজাহান আলীর মাজারে ওরস শুরু

বাগেরহাট প্রতিনিধি

হযরত খানজাহান আলী (রহ.) ৫৬০তম ওফাত দিবসে দুই দিনব্যাপী ওরস গতকাল বাদ আসর মাজার শরীফে শুরু হয়েছে। এতে অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মাজার শরীফে জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত-আশেকান। তাদের অনেকে দল বেঁধে খানজাহানকে (রহ.) উদ্দেশ করে মরফতি গান গাইছেন।

কেউ রোগমুক্তির আশায় মানতের মুরগি-ছাগল কুমিরকে খাওয়াতে দীঘিতে ছুড়ে মারছেন। অনেকে আবার মাজার জিয়ারতসহ পবিত্র কোরআন পাঠ করছেন।

ওরস ঘিরে মাজার শরীফ প্রাঙ্গণে তাবিজসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ওরস সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ খবর