মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো আরও ৫ ইটভাটা

গাজীপুর প্রতিনিধি

শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় আরও ৫টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওইসব ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে গতকাল এ অভিযান পরিচালনা করে। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপপরিচালক আবদুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আবদুল রাজ্জাকসহ র‌্যাব, আনসার ব্যাটালিয়ন ও দমকল বাহিনীর কর্মীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবুল কাশেম মোড়লের কে বি এম ব্রিকসকে ২ লাখ টাকা, বরকত আলীর এল বি এম ব্রিকসকে ২ লাখ টাকা, লিয়াকত আলীর এল বি এম-২ কে ২ লাখ টাকা এবং নাজমুল হাসান আবুলের এ বি এম ব্রিকসকে ১ লাখ টাকা ও মোশারফ হোসেনের মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইট ভাটাগুলো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর