বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়কে গেল ১৫ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে গেল ১৫ প্রাণ

নোয়াখালী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, ঝিনাইদহ ও গাজীপুরের শ্রীপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় পুুলিশ সদস্য  ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- নোয়াখালী : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সুবর্ণচরের তোতার বাজার এবং বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরবাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাসেল (৩০), করাতকল শ্রমিক নোমান (৩৬), মেহেরাজ হোসেন, নাইম (১৭) ও জাবেদ (১৫) আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী থানার পুলিশ কনস্টেবল এমমাদুল হক (৩০), মোটরসাইকেল চালক কোটালীপাড়ার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮) ও দিঘলিয়া গ্রামের ব্রজেন বাড়ৈর ছেলে প্রসেনজিৎ বাড়ৈ (২২)। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপায় বায়েজিদ (৬) নামে এক স্কুলছাত্র এবং মিঠামইনে নিহত হয়েছেন আলেয়া বেগম (৬০) নামে এক নারী। তিনি কাকুয়া গ্রামের মন্নাফের স্ত্রী। বায়েজিদ পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কুমিল্লা : লালমাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে বাসের হেলপার এবং এক শিশু নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় পিকআপ ভ্যানচাপায় ইমন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমন পূর্বধলা উপজেলার ধোবারুহী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ঝিনাইদহ : কোটচাঁদপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় ৭ মাসের শিশু আহসান হাবিবের মৃত্যু হয়েছে। এ সময় শিশুর পিতা কামরুজ্জামান ও মা অন্তরাসহ চারজন আহত হন। তাদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে গতকাল সকালে পিকআপ ভ্যানচাপায় দিনমুজুর শাবজুল (৬৫) নিহত হয়েছেন। শাবজুল ময়মনসিংহের তারাকান্দা থানার ডেওয়াতলা গ্রামের বাসিন্দা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর