শিরোনাম
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুলিশ পাহারায় ভোলায় পৌঁছল গ্রিনলাইন

ব্লকবাঁধের ক্ষতির আশঙ্কায় উত্তেজনা

ভোলা প্রতিনিধি

কঠোর পুলিশি প্রহরায় ঢাকা থেকে ১৬৫ যাত্রী নিয়ে গতকাল ভোলার ইলিশা ঘাটে পৌঁছায় এমভি গ্রিনলাইন-২। গতকাল ছিল ওই রুটের উদ্বোধনী সার্ভিস। দ্রুতগামী এ নৌযানের ঢেউয়ের আঘাতে ভোলার রক্ষাকবচ হিসেবে পরিচিত মেঘনা নদীর ব্লকবাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের বাধা উপেক্ষা করে গ্রিনলাইন চলাচল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশি নিরাপত্তার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ভোলাবাসীর দাবির পরিপ্রক্ষিতে সরকার মেঘনা নদীর তীরে কোটি কোটি টাকা ব্যয়ে সিসি ব্লকবাঁধ ও জিও ব্যাগ ফেলে মেঘনার ভাঙন রোধ করেছে। নিয়মিত এখানে গ্রিনলাইনের মতো অতিদ্রুতগামী নৌযান যাতায়াত করলে ব্লকবাঁধ এবং জিও ব্যাগের ক্ষতি হবে। ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, নিয়ম অনুযায়ী একটি সার্ভে করার কথা ছিল। তা না করেই গ্রিনলাইন চলাচল শুরু করেছে। লঞ্চের মালিক আলাউদ্দিন জানান, তিনি নৌমন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে এটি চলাচল শুরু করেছেন।

সর্বশেষ খবর