বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গ্রাহকের টাকা নিয়ে উধাও

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় গ্রাহকের ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে যমুনা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। গ্রাহকরা গতকাল ঋণ নিতে এসে সংস্থার কাউকে না পেয়ে হইচই শুরু করেন।

ভুক্তভোগীরা জানান, যমুনা ফাউন্ডেশন নামে ওই সংস্থার তিনজন মাঠকর্মী ও একজন ব্যবস্থাপক পরিচয়ে কয়েক দিন ধরে সদস্য সংগ্রহ শুরু করেন। এ সময় মাসিক কিস্তিতে ঋণ দেওয়ার কথা বলে আমানতের টাকা সংগ্রহ করা হয়। গ্রাহকরা জানান, ১০ হাজার টাকা ঋণের বিপরীতে তাদের কাছ থেকে জামানত নেওয়া হয়েছে এক হাজার করে। উপজেলার জামদই গ্রামের মমতাজ জানান, আড়াই লাখ টাকা ঋণ দেওয়ার শর্তে তার কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়। মঙ্গলবার তাকে ঋণের আড়াই লাখ টাকা দেওয়ার কথা ছিল। সকালে এসে দেখেন অফিস খোলা কিন্তু সংস্থার কেউ সেখানে নেই। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একই অভিযোগ করেন সেতাবুল, লালবানু, সোহেল, হাজেরাসহ অনেকে। স্থানীয় ভালাইন ইউপি চেয়ারম্যান জানান, বৈদ্যপুর বাজারে নতুন একটি এনজিওর কার্যক্রম চালু হয়েছে। এ বিষয়ে তাকে কেউ জানায়নি। মঙ্গলবার সকালে সংস্থার লোকজন লাপাত্তা হওয়ার পর বিষয়টি জানতে পেরেছি। ধারণা করছি, ভুয়া ওই সংস্থার কর্মীরা টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে। মান্দা থানার ওসি জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তথ্য-উপাত্তের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর