বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিক্ষকের পদত্যাগ নিয়ে তুলকালাম

ইউএনওর গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ গুলি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে শিবচর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এলাকায় র‌্যাব, পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশ থেকে আটক করা হয়েছে ২২ জনকে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কাজী জিহাদুল কবির গতকাল এলাকা পরিদর্শন করেছেন। এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়, প্রবেশপত্র ও সনদ বিতরণের সময় টাকা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি সুরাহা না হওয়ায় সোমবার বিকালে আন্দোলনে নামে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

শিবচর থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে।  পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। মূলত শিক্ষার্থীরা না বুঝেই হামলা চালায়।

সর্বশেষ খবর