বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বকেয়া দাবিতে বিক্ষোভ অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে স্টাইল ক্রাফট এবং ইয়ং ওয়ান্স পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর ও নভেম্বরের বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। জয়দেবপুর-ঢাকা মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরায় গতকাল এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর ফলে ওই সড়কে যান চলা বন্ধ হয়ে যায়। স্টাইল ক্রাফটের সুইং সেকশনের মাসুদ রানা জানান, তাদের অক্টোবর ও নভেম্বরের বেতনসহ দুই বছরের ছুটির টাকা বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার অক্টোবরের বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ মঙ্গলবার পরিশোধের আশ্বাস দিয়েছিল। মঙ্গলবার সকালে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তারা লক্ষ্মীপুরায় জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নেন। একই সেকশনের লাইজু বেগম জানান, তাদের বকেয়া বেতন না পেয়ে জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে পড়েছে। ছেলেমেয়ের স্কুলের বেতন, বাড়ি ভাড়াসহ দোকানের বকেয়া দিতে পারছেন না। মালিক বারবার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও পরিশোধ করছেন না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ  জানায়, সন্ধ্যায় কারখানা অভ্যন্তরে মালিক, শ্রমিক ও পুলিশ ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে ১২ ডিসেম্বর অক্টোবরের ও ২৩ ডিসেম্বর নভেম্বরের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়। শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রাখেন।

সর্বশেষ খবর