বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্মাণ কাজের ধীরগতিতে দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনা

বগুড়া-নওগাঁ-ঢাকা মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্মাণ কাজের ধীরগতিতে দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনা

বগুড়া-নওগাঁ-ঢাকা মহাসড়কের নির্মাণকাজ দুই বছরেও শেষ হয়নি। ধীরগতির ফলে এবড়ো-থেবড়ো সড়কে চলাচলকারীদের দুর্ভোগ বেড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর দুর্ঘটনার সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। জানা যায়, বগুড়া-নওগাঁ-ঢাকা মহাসড়ক নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালের শেষ দিকে। একই সময় শুরু হয়েছিল ঢাকা-জয়পুরহাট ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের নির্মাণকাজও। এ দুটি মহাসড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার-ঢাকা রোড থেকে দুপচাঁচিয়ার সাহারপুকুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজ অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। এ ১০ কিলোমিটার মহাসড়কে পুরনো কার্পেটিং তুলে বালু-খোয়া-রাবিশ দিয়ে রোলার করে দিয়েছিল সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এসব ধুয়েমুছে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। পুরো রাস্তা ধুলাময়। সাহারপুকুর গোবিন্দপুরের রাস্তা থেকে শিবপুর পর্যন্ত অংশের অবস্থা আরও খারাপ। এ ৫ কিলোমিটার সড়কে গাড়ির গতি ঘণ্টায় ৫ কিলোমিটার। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। গত দুই বছরে এ সড়কে কমপক্ষে ১০ জন নিহত ও আহত হয়েছেন অর্ধশত। জানা যায়, নিম্নমানের সামগ্রী ও মাপে কারচুপি করায় কর্তৃপক্ষ ওই কাজের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে। এ কারণে কাজ বন্ধ হয়ে গেছে। বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপর থেকেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ রাস্তার কাজ সমাপ্ত করতে না পারলে প্রতিষ্ঠানের জামানত ৬ কোটি টাকা বাজেয়াপ্তসহ তিন বছরের জন্য প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত করা হবে।

সর্বশেষ খবর