শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
শের-ই বাংলা মেডিকেল

অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা এবং আইসিইউসহ সব বিভাগের বিকল যন্ত্রপাতি সংস্কাসহ সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন হয়েছে। বরিশাল প্রগতিশীল চিকিৎসক ফোরাম ও জেলা বাসদ গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন। প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ডা. মনিষা চক্রবর্তী, বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, নিলিমা জাহান ও সাগর দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের আইসিইউ বিভাগের ১০টি ভেন্টিলেটর মেশিন বিকল থাকায় জরুরি চিকিৎসা না পেয়ে তরুণ চিকিৎসক মারুফ হোসেন নয়নের মৃত্যু হয়েছে। সেখানে সাধারণ মানুষের চিকিৎসার গ্যারান্টি কোথায়? বক্তারা শের-ই বাংলা মেডিকেলের সব বিকল যন্ত্রপাতি সংস্কারসহ অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানান।

সর্বশেষ খবর